মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আজ সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোঃ বাহারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাগুরা জেলা শাখা, সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ে শেষ হয় এ পর্যায়ে বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ এবং সভাপতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।এপর্যায়ে জেলা প্রশাসকের সামনে স্মারকলিপি পড়ে শুনায় সভাপতি বিটিএ মাগুরা জেলা শাখা।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, আমি আজকের মধ্যে প্রধানমন্ত্রী কাছে বিষয়টি জানাবো এবং সকল শিক্ষকবৃন্দ কে নিজ নিজ প্রতিষ্ঠানে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে বলেন।
