মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধি :
‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’- এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মাগুরায় সাংবাদিক অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বলা হয় আগামী ২০ ফেব্রুয়ারী ১দিনের জন্য মাগুরার টিকাদান কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১লাখ ১৬ হাজার ৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ও এ কর্মসূচি পালন করা হবে।
সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের বাস্তবায়নে মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার নাহিদা সুলতানা । বক্তারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্যে ও এর প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
