মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
গতকাল ২০২৩ খ্রিঃ প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা এর ব্যাবস্থাপনায় মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা এর সভাপতিত্বে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য মাগুরা-১।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে, জননেত্রী শেখ হাসিনার সহযোগিতামূলক কার্যক্রম তুলে ধরেন। সবাইকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন। তিনি যে বাংলাদেশের মানুষের জন্য প্রতিবন্ধী ভাতা , গর্ভবতী ভাতা, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা প্রদান করেন তা অন্য দেশে এখন প্রদান করা হয় না। শুধুমাত্র শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের জন্য এই সাহায্য অব্যাহত রেখেছেন। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫৫টি হুইলচেয়ার,৬টি সাদা-ছড়ি এবং ২টি কানের মেশিন তুলে এ্যাডঃ সাইফুজ্জামান শিখর এমপি ও জেলা প্রশাসক মেহাম্মদ আবু নাসের বেগ।