অনলাইন ডেস্ক।।
যানবাহনের চাপ গত কয়েক দিনের তুলা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাস টার্মিনাল ও বাস কাউন্টারমুখী রাজধানী সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে বাসগুলো নির্দিষ্ট কাউন্টারের সময় মধ্যে পৌঁছতে না পারায় যাত্রীদের অপেক্ষার ভোগান্তি বেড়েছে।
এদিকে, পদ্মা সেতুর উপর দিয়ে সরাসরি মোটরসাইকেল চালানোর অনুমতি মেলায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রীদের চলাচল আরো সহজ হয়েছে।
এদিকে আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৬টি ফেরি চলাচল করছে এবং সবগুলো ঘাট সচল রয়েছে। কোন প্রকার ভোগান্তি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি পার হতে পারছেন যাত্রীরা। গাড়ি ঘাটে পৌঁছানো মাত্রই মিলছে ফেরির দেখা। আগের বছরগুলোতে গাড়ি অপেক্ষা করতো ফেরির অপেক্ষায় কিন্তু এ বছর যেন তার উল্টো।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বড় গাড়ীর তুলনায় ব্যক্তিগত ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ কিছুটা বেশি। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয় কর্তৃপক্ষ।