আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই দাবি করছে রাশিয়া। খবর বিবিসি থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, ড্রোন দুটি প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তারা।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস বার্তা সংস্থা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি ড্রোন পড়েছিল। ইউক্রেনের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি। তবে তারা খুব কমই রাশিয়ার অভ্যন্তরে হামলার দায় স্বীকার করে।
আরেকটি প্রতিবেদনে, রাশিয়ান-স্থাপিত কর্মকর্তারা ক্রিমিয়া থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্রিমিয়ার ওই অঞ্চলে ড্রোন হামলার পর এই আদেশ আসে। ক্রিমিয়া একটি ইউক্রেনীয় উপদ্বীপ যা ২০১৪ সালে রাশিয়া দ্বারা সংযুক্ত করা হয়েছিল।
ক্রেমলিন-নিযুক্ত আঞ্চলিক প্রধান সের্গেই আকসেনভ বলেছেন, উত্তর ঝানকয় এলাকায় একটি গোলাবারুদ ডিপোতে আঘাত হেনেছে এবং কাছাকাছি গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। তবে তিনি কোনো হতাহতের খবর দেননি।
এদিকে, ইউক্রেন বলেছে যে তার দক্ষিণ ওডেসা অঞ্চলে একটি নতুন রুশ ড্রোন হামলায় চারজন আহত হয়েছে এবং একটি শস্যের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। এতে বলা হয়, দানিয়ুবের বন্দর অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।