নিজস্ব প্রতিনিধি:
ঈদের ছুটির পর আগামী শনিবার (২৯ এপ্রিল) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। একই দিন সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এছাড়া মঙ্গলবার (২ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুরোদমে চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল। পরে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। যতক্ষণ দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল ততদিন আবাসিক হলগুলি বন্ধ ছিল।