নিজস্ব প্রতিনিধি:
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা চলছে। কিছু জায়গায় সহিংসতার খবর পাওয়া গেলেও দেশটির কমিশনের মাধ্যমে নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের ৮.৭ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) ফল ঘোষণা হতে পারে। এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে গণনা শুরু হয়েছে। যদিও রোববার কিছু কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
চলমান জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির জন্য ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) এবং বিদায়ী প্রশাসনকে দায়ী করা হচ্ছে। ভোটারদের অনেকের মধ্যেও নির্বাচন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের ৭০ বছর বয়সী লাগোসের সাবেক গভর্নর বোলা টিনুবু বুহারির উত্তরাধিকারী হওয়ার জন্য লড়াই করছেন। আতিকু আবুবাকার (৭৬) প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং পিটার ওবি (৬১) অ্যানামব্রা রাজ্যের প্রাক্তন গভর্নর।নাইজেরিয়া অপহরণ ও মুক্তিপণ দাবি, করোনা মহামারীর প্রভাব, কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, জ্বালানি সংকট সহ অনেক সমস্যায় জর্জরিত। প্রেসিডেন্ট বুহারি তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এই নির্বাচনে নতুন নেতৃত্ব আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির জনগণকে দেখতে পাবে, যেটি বছরের পর বছর সহিংসতা ও দুর্ভোগের শিকার হয়েছে, একটি নতুন পথে।
