ভোজপুরী পরিচালকের রহস্যজনক মৃত্যু

ভোজপুরী পরিচালকের রহস্যজনক মৃত্যু

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারি মুম্বাইয়ের বাসিন্দা। ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রে গিয়েছিলেন সিনেমার শুটিং করতে। আর সেখানেরই এক হোটেল রুম থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরী এই পরিচালকের মরদেহ।

কিছুদিন আগে হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ আদিত্য সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়া দিয়েছে। সেই শোক সামলে উঠতে না উঠতেই হোটেল কক্ষে মিললো সুভাষের মরদেহ।

পুলিশ সুপার যশবীর সিং ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘হোটেলের স্টাফরা রুমে সুভাষ চন্দ্র তিওয়ারির কোনও সাড়া না পাওয়ায় বারংবার ডাকতে থাকে। রিপোর্ট অনুযায়ী পরিচালক কারোর ডাকেই সাড়া দিচ্ছিলেন না তখনই পুলিশ ডাকা হয়। পুলিশ এসে রুমের লক ভেঙে তার দেহ উদ্ধার করে। কী কারণে তার মৃত্যু ঘটেছে তা জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই শুরু হবে তদন্ত।’

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল উত্তরপ্রদেশের একটি হোটেলের রুম থেকে জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃতদেহ উদ্ধার করা হয়। শুটিং করতে গিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। তার প্রাক্তন প্রেমিক সমর সিং ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *