ভুটানের সঙ্গে চলতি মাসেই ট্রানজিট চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

ভুটানের সঙ্গে চলতি মাসেই ট্রানজিট চুক্তি হবে : বাণিজ্যমন্ত্রী

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
চলতি মাসেই প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ভুটানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টিপু মুনশি এ তথ্য জানান। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করেন।

টিপু মুনশি বলেন, আমি আগামী ২১ মার্চ ভুটান যাব, ওই সময়ই চুক্তি সম্পন্ন হবে। এর আগে আগামী মন্ত্রিসভার বৈঠকে ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি চূড়ান্ত করা হবে। এছাড়া নদীপথের বিষয়ে ভুটানের দুটি প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। ভুটানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। ভুটান ছোট দেশ হলেও তারা সবসময় আমাদের ব্যাপারে ইতিবাচক।

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির সিইও এবং ১৭টি দেশের ২০০ টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *