ভারী বর্ষণে চীনের উত্তরাঞ্চলে ১০ জন নিহত

ভারী বর্ষণে চীনের উত্তরাঞ্চলে ১০ জন নিহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে ভারী বর্ষণে ১০ জন নিহত ও ১৮ জন নিখোঁজ হয়েছে। রোববার সরকারি গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে বিপর্যস্ত আবহাওয়ার মধ্যে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। এরই মধ্যে দীর্ঘস্থায়ী বন্যা ও ভূমিধসের শঙ্কায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রাণহানি এড়াতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

খবরে বলা হয়, শনিবার দুপুরের মধ্যে জনবহুল প্রদেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ লাখের বেশি মানুষকে। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা। প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর আগে নজিরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে। টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি। ২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণ যায় দেশটিতে। বেইজিং শুক্রবার জানিয়েছে যে গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

সিনহুয়া বার্তা সংস্থা রোববার জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শুলানেও ভারী বৃষ্টিতে ছয়জন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন।

সিনহুয়া আরও জানায়, ওই এলাকায় ভারী বৃষ্টিপাত অনেকাংশে শেষ হয়ে গেছে। ইতিমধ্যে ১৯,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, চীনের মূল ভূখণ্ডে ঘূর্ণিঝড় ডকসুরি আঘাত হানার পর দেশে ভারী বর্ষণ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *