ভয় পাবেন না,ভয় পাওয়ার কোনো কারণ নেই: নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের

ভয় পাবেন না,ভয় পাওয়ার কোনো কারণ নেই: নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ভয় পাবেন না। ভয়ের কোনো কারণ নেই। আমাদের লোক অনেক বেশি।

বাংলাদেশের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, এখনও ৭০ শতাংশ মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করেন। আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার অপেক্ষায়।

রোববার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রস্তুত হোন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বহু রক্তপাতের বাংলাদেশ, এ দেশ, আমরা আমার পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। শেখ হাসিনা আমাদের আস্থার ঠিকানা। ভয় নেই, শেখ হাসিনা আছেন। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব এবং আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছে যাব। যতকিছুই করুক, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো।’

তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন এক সংকটময় দুর্গম পথের যাত্রী। আবারো ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবারো আমাদের প্রিয় মাতৃভূমির জন্মকালের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। আবারো আমাদের পতাকা হুমকির মুখে।

তিনি বলেন, এ কথা মানতেই হবে, কিছু দুঃখ-কষ্ট আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-মুদ্রাস্ফীতি। কিন্তু এগুলো আমাদের সৃষ্টি নয়। আমাদের শাস্তি দেওয়া হচ্ছে কারণ বড় দেশগুলো এই সংকট ও দুর্ভোগ সৃষ্টি করেছে। শেখ হাসিনার মতো নেত্রী আছে বলেই আমরা এই পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছি। ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। এই কঠিন সময় কেটে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *