নিজস্ব প্রতিনিধি:
ব্রেইন টিউমারের কথা শুনলে সবাই হতবাক হয়ে যায়। এক্ষেত্রে মস্তিষ্কের অভ্যন্তরে ক্যান্সার বা নন-ক্যান্সার কোষ বৃদ্ধি পায়। এই টিউমার শুধু মস্তিষ্কে নয়, শরীরের অন্যান্য অংশ থেকেও মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে।
ব্রেইন টিউমার কয়েক ধরনের হয়। তবে টিউমার কত দ্রুত বাড়ছে, কোন অংশে কতটা নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, টিউমারটি ক্যানসারের কিনা তা দেখেই চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন।
বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই রোগ নিরাময়যোগ্য, অন্যথায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ব্রেন টিউমারের কোনো উপসর্গকে কখনোই উপেক্ষা করবেন না। প্রাথমিক পর্যায়ে অনেকের মধ্যে কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে-
১. ঝাপসা দৃষ্টি
২. মুখের স্বাদ হারানো
৩. কাঁপুনি দেওয়া
৪. মৃগীরোগ
৫. বাহু বা শরীরের একপাশ অবশ হয়ে যওয়া
৬. ভারসাম্যহীন হয়ে পড়া
৭. হাঁটার সময় পড়ে যাওয়া
৮. বুঝতে না পারা
৯. ব্যক্তিত্বের পরিবর্তন
১০. অজ্ঞান হওয়া এবং
১২. বমি বমি ভাব বা বমি হওয়া ইত্যাদি।
এই লক্ষণগুলি ছাড়াও, আরও দুটি উপসর্গ রয়েছে যা নিয়মিত দেখা দিতে পারে যেমন প্রচণ্ড মাথাব্যথা এবং মাথায় অতিরিক্ত চাপের কারণে অসুস্থ বোধ করা।
ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, এই ধরনের মাথাব্যথা সাধারণ মাথাব্যথার চেয়ে বেশি বেদনাদায়ক। এক্ষেত্রে খুব ব্যথা হয়। ব্যথা এমনকি প্রতিদিন হতে পারে। তাই মাথাব্যথাকে সামান্য ভেবে ওষুধ খেয়ে দমিয়ে রাখবেন না। ডাক্তারের পরামর্শ নিন।