মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার। এতে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান জায়েদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক পঙ্কজ কুমার সরকার, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। এ সময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট বিশ্ব মানবতার তরে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব মানবতাকে এক সুতোয় গাঁথতে এই দিবসের আয়োজন করা হয়ে থাকে। এর আগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।