ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

জেলা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
অন্ধত্বরোধে ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ২০ শে ফেব্রুয়ারি ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাছান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমূখ। সভায় জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৯৮ টি ইউনিয়নের ২৪শ ৩৩ টি কেন্দ্রে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৭ হাজার ৬৯২ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ১৭০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও জানানো হয়, কেউ যাতে গুজব সৃষ্টি করে সুস্থ জাতিগঠনে সরকারের এ প্রচেষ্টাকে ব্যাহত করতে না পারে সেজন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *