ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং, ৬ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং, ৬ দোকানিকে জরিমানা

জেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া বাজার মনিটরিং একটি টিম।আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাজার ও আনন্দ বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সাথে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন অভিযানে। অভিযানে মাছ, মাংস, সবজি ও মুদি মালের ছয়টি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ছয়জন দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পুরো রোজার মাসেই বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *