ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ট্রেন থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ট্রেন থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ যুবক আটক

জেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ আব্দুর নুর (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সদস্যরা। আটক আব্দুর নুর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের আবু কালাম মিয়ার ছেলে। জানা যায়, শুক্রবার ভোররাতে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল ট্রেনের ইঞ্জিন সংলগ্ন যাত্রীবাহী বগিতে অভিযান চালায়। এসময় আমদানি নিষিদ্ধ ৪৫ বস্তা( ৫২ হাজার ৫০০ প্যাকেট) ভারতীয় আতশবাজিসহ আব্দুর নুরকে আটক করে র‌্যাব সদস্যরা। জব্দকৃত আতশবাজির মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। পরে মামলাসহ তাকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা।
আব্দুর নুরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম সিকদার নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *