ব্রাহ্মণবাড়িয়ায় কোটা বাস্তবায়নের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা বাস্তবায়নের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

জেলা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীপদে প্রধানমন্ত্রীর নির্দেশকৃত জাত হরিজনদের ৮০ ভাগ কোটা পূরণের দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের মানুষ। আজ দুপরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রাজেশ লাল হরিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নসীব হরিজন, অর্থ সম্পাদক চুন্নু হরিজন, মহিলা সম্পাদিকা মুক্তা রানি হরিজন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জাত হরিজন সম্প্রদায়ের মানুষ দরিদ্র জনগোষ্ঠীর পেশাজীবি হিসেবে বংশপরম্পরায় পরিচ্ছন্নতা কর্মীপদে নিয়োজিত আছে। এই পেশার ফলে সমাজের মূলশ্রোতধারার সাথে সম্পৃক্ত হতে না পারায় তারা অন্য কোন পেশা করে জীবন-জীবিকা চালাতে পারে না। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার, সরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীপদে জাত হরিজনদের নিয়োগে ৮০ ভাগ বরাদ্দ দেন। তবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ জন পরিচ্ছন্নতা কর্মীপদে নিয়োগে জাত হরিজনদের মাত্র ৫/৬ জন শিক্ষার্থী পাশ করলেও সরকার নির্দেশিত কোট বাস্তবায়ন হয়নি। বক্তারা, অবিলম্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হারিজন প্রার্থীদের বহাল রেখে নিয়োগে ৮০ ভাগ কোটা বাস্তবায়নের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *