ব্যর্থ হওয়ায় পুরো নির্বাচক কমিটিকেই বরখাস্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

ব্যর্থ হওয়ায় পুরো নির্বাচক কমিটিকেই বরখাস্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তান দল ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে এসেছিল। কিন্তু লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। এমন ব্যর্থতার কারণে পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের ‘সামা টিভি’ জানিয়েছে যে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বিশ্বকাপের মাঝামাঝি প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। এবার নির্বাচক কমিটির বাকি সদস্য- তৌসিফ আহমেদ, ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি এবং ওয়াসিম হায়দারকে বরখাস্ত করেছেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন জানা আশরাফ।

আগামী দুই-তিন দিনের মধ্যে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হবে। তবে নতুন কমিটির প্রধান হিসেবে সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ খেলে পাকিস্তান দল দেশে ফেরার পর সাবেক ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবির শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজের মতো সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করেই বাছাই কমিটি করা হবে বলে ধারণা করা হচ্ছে

এদিকে বিশ্বকাপের পর পাকিস্তান দলের বোলিং কোচের দায?িত্ব ছেড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। শোনা যাচ্ছে শিগগিরই পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *