ডেস্ক রিপোর্ট ঃ
স্প্যানিশ লিগে করিম বেনজেমার রেকর্ড রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সান মামেসে খেলার ২৪তম মিনিটে দুর্দান্ত ভলিতে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন বেনজেমা।
স্প্যানিশ লিগে এটি বেনজেমার ২২৮তম গোল। এই গোলে রাউল গঞ্জালেসের রেকর্ড ভেঙেছেন ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদের সঙ্গে লা লিগায় বেনজেমার চেয়ে এগিয়ে আছেন একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো।
মাদ্রিদের হয়ে সিআর সেভেনে ৩১১ গোল করেছেন। এই ম্যাচের গোলের পর, বেনজেমা ছাড়িয়ে গেলেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে (২২৭ গোল)। পেশাদার ক্যারিয়ারে বিলবাওয়ের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। রিয়ালের দ্বিতীয় গোলটি করেন টনি ক্রুস।
১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। রিয়াল দুই নম্বরে, তিন পয়েন্ট পিছিয়ে। কার্লো আনচেলত্তির দল টেবিলে ৪১ পয়েন্ট নিয়ে আছে। এই ম্যাচে রক্ষণভাগ ভালো খেলেছে বলে স্বস্তি প্রকাশ করেছেন রাজকীয় কোচ।