নিজস্ব প্রতিনিধি:
বাজারে সামুদ্রিক ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে ইলিশের দাম। এ প্রভাবে অন্যান্য মাছের দামও কিছুটা কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বুধবার (২৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। দেড় কেজির ইলিশ আগে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ১৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা কেজিতে। তবে, বাজার জুড়ে দামের পার্থক্যও রয়েছে।
রাজধানীর রামপুরা বাজারের বিক্রেতারা জানান, এক কেজি ইলিশের দাম ১৩০০-১৫০০ টাকা, ৯০০ গ্রাম ইলিশ ১১০০-১২০০ টাকা, ৮০০ গ্রামের ইলিশ প্রায় হাজার টাকা এবং ৪০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে একই আকারের নদীর ইলিশের দাম বেশি। কারণ সাগরে ইলিশের সরবরাহ বাড়লেও নদীতে মাছ কমেছে।
এদিকে মালিবাগ বাজারে দুই কেজি বড় ইলিশের দাম তিন হাজার টাকা চাচ্ছেন বিক্রেতার। তারা জানান, এখন বাজারে ইলিশের চড়া দাম নিয়ে আতঙ্কের কিছু নেই। দামের উত্তাপ কিছুটা কমেছে। সরবরাহ ভালো থাকলে আরও কমবে। এখন এক কেজি ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ টাকা। খুচরা বাজারে এ মাছ আগের সপ্তাহের তুলনায় দুই থেকে তিনশ টাকা কমেছে।
এখন ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ না ধরার কথা বলছেন ব্যবসায়ীরা। অন্য বছরগুলোতে সরবরাহ বেশি ছিল বলে জানান তারা।
এদিকে ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এবার ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। এটি খুচরা বাজারে সামান্য পতনের দিকে পরিচালিত করেছিল, তবে দামগুলি পুরোপুরি ‘স্বাভাবিক’ হয়নি। ইলিশের সরবরাহ বেশি হলে দামে ‘স্বস্তি’ ফিরে আসবে বলে মনে করেন তারা।