বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২২ অনুষ্ঠিত

জেলা

মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জন্মশতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে  আজ বিকাল ৪ ঘটিকায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মাগুরা,মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি বক্তব্যে, জেলার ক্রীড়া ক্ষেত্রের বিকাশের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং উক্ত ক্রিকেট লীগের পৃষ্ঠপোষকতাকারী সবাইকে ধন্যবাদ জানান।
আহবায়ক,ক্রিকেট উপ-কমিটি ও যুগ্ম সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মাগুরা মোঃ রানা আমির ওসমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মোঃ আশরাফুল আলম বাবুল ফকির।
উক্ত অনুষ্ঠানে বিজয়ী দল হিসেবে খালিয়া স্পোর্টিং ক্লাবের সদস্যদের পুরস্কৃত করা হয়। উক্ত ক্রিকেট লীগের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, সংসদ সদস্য মাগুরা-১ ও প্রধান উপদেষ্টা, জেলা ক্রীড়া সংস্থা মাগুরা আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *