বীরমুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার: কম্বল বিতরণ

বীরমুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার : কম্বল বিতরণ

জেলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় গত রোববার বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহারের ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খাঁনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস-চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, থানা ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল-মামুন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল হান্নান, দক্ষিণভাগ ইউপি আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দাস শিমুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *