চৌধুরী নুপুর নাহার তাজ, ষ্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী থেকে মানসিক ভারসাম্যহীন সাখাওয়াত হোসেন মিলন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। মৃতদেহটি ভাসমান অবস্থায় উপজেলার পাল্টাপুর ও নিজপাড়া ইউনিয়নের বেলতলী বাঁধেপাড় ঢেপা নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাখাওয়াত হোসেন নীলফামারী জেলার নতুন বাজার তাজমহল সড়ক এলাকার মৃত রায়হান উদ্দিন মোল্লার ছেলে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে প্রদক্ষদর্শী উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও এলাকার জহুরুল ইসলাম নামের এক ঢেপা নদীতে মৃতদেহটি দেখতে পেয়ে বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার এসআই মিস্টার আলীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে প্রয়োজনে পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গার স্ক্যাকের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বিকেলে মৃত ব্যক্তির স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এব্যাপারে বীরগঞ্জ থানার এসআই মিস্টার আলী জানান, মৃত সাখাওয়াত হোসেন ২৫-২৭ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত বলে তার ভাই আনোয়ার হোসেন এবং তার পরিবারের লোকজন জানিয়েছেন।