বিষাক্ত গাছ থেকেই ব্যথার ওষুধ মিলতে পারে- দাবি বিজ্ঞানীদের

বিষাক্ত গাছ থেকেই ব্যথার ওষুধ মিলতে পারে- দাবি বিজ্ঞানীদের

লাইফস্টাইল

নিজস্ব প্রতিনিধি:

এই গাছের পাতা দেখতে হার্ট আকৃতির মতো। কিন্তু এটা আদৌ কোনো প্রেম নিবেদন করছে না। বিপরীতে, এটি স্পর্শ করলে আপনি ভয়ানক যন্ত্রণায় পাগল হয়ে যেতে পারেন। জিম্পি জিম্পি নামের এই গাছ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায়।

বিজ্ঞানীদের দাবি, এই গাছ থেকে ব্যথা কমানোর ওষুধ মিলতে পারে। আর বিজ্ঞানীদের কথার ওপর ভিত্তি করে গবেষণার ফলাফলে অবাক হয়েছেন গবেষকরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন! তাদের মতে, এই উদ্ভিদে একটি বিশেষ উপাদান রয়েছে যা আধুনিক ব্যথানাশক ওষুধে দ্রুত শরীরের ব্যথা কমিয়ে দেবে।

জানা যায়, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া অঞ্চলে এই গাছ নিয়ে কথিত আছে, এক পর্যটক বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় বিশ্রাম নিতে বসেছিলেন। সেই সময় তার প্রাতঃকৃত্য সারতে ব্যবহার করেছিলেন। সেই পাতার স্পর্শে তার গোপনাঙ্গে অসহ্য জ্বালা শুরু হয়। যন্ত্রণা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, ছটফট করতে করতে নিজের উপরেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি!

গল্পটি সত্য হোক বা না হোক, এই উপকথাটি জিম্পি জিম্পি গাছের বিষের তীব্রতা বোঝাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওই গাছ থেকে ব্যথা নিরাময়ের ওষুধ তৈরি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, এই উদ্ভিদ শরীরে ব্যথার অনুভূতি তৈরি করতে একটি সোডিয়াম চ্যানেল ব্যবহার করে। সেই চ্যানেল ব্যবহার করতে না দিলেই ব্যথা সারানোর ওষুধে পাল্টে যাবে এই বিষ। এমনই ধারণা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের। এখন শুধু ওষুধের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *