বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা

মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
“নিরাপদ জ্বালানী ভোক্তাবান্ধব পৃথিবী”-উক্ত প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে   আজ সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক, কার্যালয় মাগুরায়।
উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা ,সভাপতিত্বে মোহাম্মদ মামুনুল হাসান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,মাগুরা উপস্থিতিতে র‌্যালি জেলা প্রশাসক এর কার্যালয়ে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে শেষ হয়।
সেমিনারে বক্তব্যে মো আলমগীর হোসেন বাজার মনিটারিং কর্মকর্তা জানায় গ্যাস, সিলিন্ডার কোম্পানি রেট ১৪৭০ টাকা এবং খরচসহ একটি সিলিন্ডার পাইকারীদের কাছে ১৪৮৫ টাকায় বিক্রি করছে এবং ভোক্তারা জানায় তারা কিনছে ১৬২০ টাকা দিয়া। এছাড়াও হোটেল রেস্টুরেন্টের সভাপতি বক্তব্যে বলেন, সামনে রমজান মাস উপলক্ষ্যে সবাইকে নিয়ে আলোচনা করবেন বিশুদ্ধতা খাবার তৈরি করার জন্য। প্রধান অতিথি বক্তব্যে বলেন ,বিষ খেয়ে মানুষ মারা যাচ্ছে না, মশার কয়েল এর উপরে মশা বসে থাকে এবং হোটেল মালিকদের বলেন, তেল বাসি হলে তার মধ্যে নতুন তেল দিয়া আবার রান্না করছেন ,এটা করা যাবে না। মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, গরুর যে সকল ময়লা বর্জ্য সৃষ্টি হয়, সে গুলো গর্ত করে রাখতে হবে নদীতে ফেলা যাবে না এবং আরো জানায় শহরের রাস্তার দুই পাশ দিয়ে কোন প্রকার দোকান বসানো যাবে না এ বিষয়ে এ্যাকশন নেওয়া হবে এবং শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা সংগ্রহের জন্য ডাস্টবিন দেওয়া হবে ,সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *