ডেস্ক রিপোর্ট ঃ
ঐতিহাসিক বিশ্ব ইজতেমা-২০২৩ এর প্রথম পর্বকে সামনে রেখে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী মহাসড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। মহাসড়কে যানজট নিরসনের কথা ভেবেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া বাইপাইল (টিআই) ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে ঢাকার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের বাইপাইল এলাকায় ট্রাফিক পুলিশ রেকার দিয়ে বন্ধ করে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া বাইপাইল (টিআই) ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহিদ হোসেন বলেন, ইজতেমার কারণে এ পথে চাপ বেড়েছে, তাই মুসল্লিদের ইজতেমা ময়দানে যেতে সমস্যা হচ্ছে। তাই এই পথ আপাতত বন্ধ রাখা হয়েছে। বেড়িবাঁধ ও কামারপাড়ার চাপ কমলে সড়ক স্বাভাবিক হবে।
এছাড়া সাভার ট্রাফিক বিভাগ যাত্রী ও পরিবহনকে বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।