নিজস্ব প্রতিনিধি:
নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জবাবদিহিতা ও দুর্নীতিকে দূরে ঠেলে আত্মমর্যাদাবোধ ও আন্তরিকতা নিয়ে কাজের প্রতি অগ্রসর হলে যেকোনো কঠিন বিষয় সহজেই মোকাবেলা করা যায়। শুধু তাই নয়; যে কোন অসাধ্য সাধন করা যায়। আজকের বাংলাদেশ তা প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী ১৯ জুলাই বুধবার নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক পারফরম্যান্স চুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সরকার দেশের দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণ তার ফল ভোগ করছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি হওয়ায় খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ সবকিছুর ব্যবস্থা করে উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া খুবই কঠিন। তবে তা সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতার কারণে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সরকার গঠনের পর সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি কারণ যারা দায়িত্বে ছিলেন তারা আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন ২০২৬ সালে শুরু হবে। এর জন্য আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে। প্রতিটা কাজে বাধা পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র সময়মতো পাওয়া যাচ্ছে না। অর্থনীতিতে ব্যাপক চাপ পড়ছে। তবে বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নত দেশের চেয়েও গতিশীল। উন্নয়নের প্রক্রিয়াও অব্যাহত আছে।