নিজস্ব প্রতিনিধি:
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা পড়ে। ফাইনালে ১৩০,০০০ ভারতীয় ভক্তদের অত্যাশ্চর্য করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ষষ্ঠ শিরোপা জিতেছে। ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অজি ওপেনার ট্র্যাভিস হেড।
ফাইনালে অস্ট্রেলিয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলে। তবে মারনাস লেবুশানের সাথে ১৯২ রানের জুটি গড়ে দলের জয়ের শঙ্কা তৈরি করেন হেড। ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করা সপ্তম ব্যাটসম্যান হলেন হেড।
হেড তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করলেন। এর আগে রিকি পন্টিং ২০০৩ সালে অপরাজিত ১৪০ রান করেছিলেন এবং অ্যাডাম গিলক্রিস্ট ২০০৭ সালে ১৪৯ রান করেছিলেন। জয়াবর্ধনের একা সেঞ্চুরি খুব একটা কাজে আসেনি কারণ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা পরাজিত হয়েছিল।