নিজস্ব প্রতিনিধি:
আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের প্রায় এক হাজার ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে স্বয়পুর ইউনিয়ন পরিষদে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, রক্তচাপ নির্ণয় ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আল-জামান, সুয়াপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সুয়াপুর ইউপি সদস্য শাহানুর রহমান শানু, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল হালিম, ধামরাই সরকারী . কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা জাকারিয়া দিপু, আলম কবির, মোঃ কামরুল হাসান, জাহিদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।