মুসফিকুর রহমান সৈকত, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আগামী নির্বাচনকালিন প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাগল, উন্মাদদের বিষয়ে বিদেশী কূটনৈতিকদের বিবৃতি ও অতিউৎসাহ জেনেভা কনভেনশন বিরোধী, বিদেশী কোন চাপে বাংলাদেশ মাথা নত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবেন। আজ দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো: গোলাম ফারুক পিংকু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, আওয়ামীলীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, এডভোকেট মাহমুদুর রহমান মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।