বিদেশিদের কাছে অভিযোগ করে ঘোড়ার ডিম পেয়েছে বিএনপি: কাদের

বিদেশিদের কাছে অভিযোগ করে ঘোড়ার ডিম পেয়েছে বিএনপি: কাদের

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির পদযাত্রা না পরাজয় যাত্রা শুরু হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে অভিযোগ করে কী পেল বিএনপি? ঘোড়ার ডিম পেয়েছে। এখন তারা মিছিল করছে। এটা কোনো পদযাত্রা নয়, তাদের পতনের যাত্রা শুরু হয়েছে। পরাজয়ের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন মিছিলের সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল আজ কী বলেছেন? তাদের পদযাত্রা নাকি গণযাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা, এটি তাদের পতনযাত্রা।’

‘ইউরোপীয় ইউনিয়ন কি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে? শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পদত্যাগ দিয়েছে ? কী পেয়েছে বিএনপি? তারা হাঁসের ডিম ও ঘোড়ার ডিম পেয়েছে,’ তিনি বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রও এসেছে। তারা (বিএনপি) মনে করেছে আমেরিকা রা তত্ত্বাবধায়ক দেবে, সংলাপ করতে হবে এ কথা বলবে। শেখ হাসিনার পদত্যাগের কথা বলবে।’

‘কিন্তু তারাও বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সংসদের বিলুপ্তি হবে না। অন্যান্য দেশের মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে,’ যোগ করেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *