ডেস্ক রিপোর্ট ঃ
শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ‘বেশরাম রং’ শিরোনামের গানটি। গানটি তখন তুমুল বিতর্কের বিষয়। এর মধ্যেই ঘোষণা করা হয় ছবির ট্রেলার মুক্তির। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ছবিটির ট্রেলার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুক্তি পেয়েছে জনপ্রিয় সিনেমা ‘পাঠান’-এর ট্রেলার। শাহরুখ খান তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ২ মিনিট ৩৪ সেকেন্ডের এই ট্রেলারে দেশপ্রেমের ইতিহাস দেখানো হয়েছে। আর এই গল্প এগিয়েছে অ্যাকশনের মধ্য দিয়ে। শাহরুখ, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে।
শাহরুখ খানের পুত্তলিকা দাহ, দীপিকাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ, এসব ঘটনা ঘটিয়েছে ‘পাঠান’ চলচ্চিত্র বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন অযোধ্যার সাধক পরমহংস আচার্য। এ অবস্থায় ছবিটি সেন্সর বোর্ডের অনুমোদনের জন্য জমা পড়ে। কিন্তু অনুমোদন পাওয়া যায়নি। পরবর্তীতে বলিউড হাঙ্গামার দ্বারা জানানো হয় যে ছবিটির বিভিন্ন দৃশ্য এবং সংলাপগুলি সেন্সরশিপ বোর্ড কর্তৃক ২ জানুয়ারী অনুমোদিত হয়েছিল।
‘পাঠান’ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমা দিয়ে দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ।