বিডি ক্লিন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে পরিছন্নতা ও সচেতনতা মূলক কার্যক্রম

বিডি ক্লিন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে পরিছন্নতা ও সচেতনতা মূলক কার্যক্রম

জেলা

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে ”পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছ। সারাদেশে ৫৯টি জেলায় এ কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন এর খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু মহামারি প্রতিরোধের সচেতনার বৃদ্ধি মূলক বক্তব্য রাখা হয়।

বিডি ক্লিন মুন্সীগঞ্জের জেলা সমন্বয়ক এড: মাহমুদ হাসান এর নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মিনহাজ উদ্দীন মিনহাজ, খৈয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।

আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ফুল-পাখি-নদীর সভাপতি দেলোয়ার হোসেন, শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বায়েজিদ, বিডি ক্লিন সিরাজদিখান উপজেলা মনিটর ইকরামুল, সদস্য সাফায়াত ইসলাম, মরিয়ম, শ্রীনগর উপজেলার শাখা শিখা প্রমুখ।পরে ব্যারিস্টার শিমুল বিডি ক্লিনের সদস্য সাথে স্কুল আঙ্গিনায় পরে থাকা বিভিন্ন ময়লা পরিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *