ডেস্ক রিপোর্ট ঃ
স্বাধীনতাবিরোধী জঙ্গি বিএনপি-জামায়াতের হাতে আমরা ক্ষমতা ছেড়ে দিতে পারি না, তারা দেশকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করেছে। যারা দেশকে ধ্বংস করে তারা রাষ্ট্র কিভাবে মেরামত করবে? শেখ হাসিনা রাষ্ট্র মেরামত করেছেন। তারা (বিএনপি-জামায়াত) যা ধ্বংস করেছে শেখ হাসিনা তা উন্নয়নের পথে নিয়ে গেছেন।
বুধবার সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন আওয়ামী লীগ নেতারা।
প্রসঙ্গত, বিএনপিসহ শরিক দল ও জোটের একযোগে গণঅবস্থান কর্মসূচির প্রতিক্রিয়ায় আজ রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বুথসহ নগরীর মোট আটটি স্থানে বিএনপি ও জোটের শরিক দলগুলো অবস্থান কর্মসূচি পালন করছে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো অন্তত পাঁচটি স্থানে শান্তি সমাবেশ ও আলোচনা সভা করছে।