ডেস্ক রিপোর্ট ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে কিছু দেয়নি। বিএনপি-জামায়াত আজ দেশে গণতন্ত্রকে উৎসাহিত করলেও তাদের জন্ম অবৈধ সামরিক শাসকদের পকেট থেকে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে শুধু পাকিস্তানে জেলে দেওয়া হয়নি, রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা ছিল। কারাগারের পাশে সমাধিও নির্মিত হয়েছিল।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ইন্দিরা গান্ধী জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্ত করতে এক দেশ থেকে আরেক দেশে ধর্না দিয়েছেন। বিভিন্ন দেশের চাপে ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর বিজয় এলেও সেদিন আমরা মুক্তি পাইনি। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরই বিজয় ও স্বাধীনতা সম্পন্ন হয়েছিল।
তিনি আরও বলেন, মুক্তির পর তিনি (বঙ্গবন্ধু) আমাদের (পরিবারে) আসেননি, বাংলার মাটিতে ফিরে গেছেন, বঙ্গবন্ধু গেছেন মানুষের কাছে, বাংলার মাঠে। লাখো মানুষের সামনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কীভাবে, কী কী নীতি ও আদর্শ বাস্তবায়ন হবে তার নির্দেশনা দিয়েছিলেন। তিনি দেশ গড়ার পরিকল্পনা দেন।
শেখ হাসিনা বলেন, ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যা বলেছিলেন সবই করেছেন। মাত্র ৯ মাসে সংবিধান দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবিধান দিতে ১১ বছর লেগেছিল।
দেশ গড়ার জন্য তার কাছে অনেক আশা ছিল বলেও জানান তিনি। ১০ জানুয়ারী এক এক করে সব কথাই তিনি বলেছেন। তিনি মাত্র ৯ মাসে আমাদের সংবিধান দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এত দ্রুত যুদ্ধবিধ্বস্ত দেশ কেউ গড়ে তুলতে পারেনি, এই নজির সম্ভবত কেউ দেখাতে পারবে না। শুধু বঙ্গবন্ধুর আমলেই বাংলাদেশের প্রবৃদ্ধি ৯ শতাংশ ছাড়িয়েছে।