নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দেশে আমরা আলোচনা করব, এটা আমাদের নিজেদের সমস্যা, আমরা নিজেরাই সমাধান করব। বুধবার (৭ জুন) সকালে ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট নেই যে এখানে জাতিসংঘকে মধ্যস্থতা করতে হবে। জাতিসংঘের মধ্যস্থতায় স্বাধীন বাংলাদেশে এমন কোনো সংকট দেখা দেয়নি।
নির্বাচন ব্যবস্থা আরও গণতান্ত্রিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্বাচন কমিশন আরও গণতান্ত্রিক হয়েছে। গণতন্ত্র হঠাৎ করে রাতারাতি প্রতিষ্ঠিত হয় না। প্রাতিষ্ঠানিকীকরণে সময় লাগে। একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়ে থাকে।
আওয়ামী লীগ সম্পাদক আরও বলেন, আমাদের গণতন্ত্র এখন অনেকটাই পরিপূর্ণ। প্রাতিষ্ঠানিক অগ্রগতি চলছে। কাজেই বাইরের কোনো মধ্যস্থতা, বাইরের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করব। কবে হবে সেটা সময়ই বলে দেবে। আপাতত আলাপ-আলোচনার কোন সিদ্ধান্ত হয়নি।
এর আগে মঙ্গলবার (৬ জুন) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, নির্বাচনী সমস্যা সমাধানে সরকার বিএনপির সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। রাজনৈতিক সংকট নিরসনে এবং আগামী নির্বাচনের জন্য প্রয়োজনে জাতিসংঘ প্রতিনিধির সামনে বিএনপির সঙ্গে মুখোমুখি বসতে চায় আওয়ামী লীগ। আমু আরো বলেন, আলোচনা ছাড়া অন্য কোনোভাবে সংকট সমাধান সম্ভব নয়।