বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

আগামী ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির সাধারণ সভায় যোগ দিতে আসা অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুলাই) এক জরুরি বার্তায় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি জানান, ঢাকা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী ও তার ছেলে ব্যারিস্টার মুনতাহা আলীকে বুধবার রাতে বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের সময় আশরাফ আলীর দুই পা ভাঙ্গাসহ গুরুতর আহত হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এক জরুরী বার্তায় রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস আকন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে ঢাকার বিভিন্ন ইউনিট থেকে বিএনপির সাধারণ পরিষদের সদস্যরা গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও পুলিশ অভিযান চালায়। ২৮ জুলাই গণসভায় যোগ দিতে আসা তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে তারা।

রিজভী আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সমাবেশের স্বাধীনতার বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *