নিজস্ব প্রতিনিধি:
এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশের জন্য ছয়টি ট্রাক নিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এদিকে সমাবেশে অংশ নিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সমাবেশ থেকে সরকারের পতনের এক দফা ঘোষণা করা হবে।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নিতে সকাল ৯টা থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীরা মৎস্য ভবনসহ নয়াপল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।
এদিকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। এছাড়া বিভিন্ন রঙের ক্যাপ ও জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশ নিচ্ছেন।
সমাবেশকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।