বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত : কাদের

রাজনীতি

ডেস্ক রিপোর্ট ঃ

মিথ্যাচার এবং ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত, আওয়ামী লীগকে নয়। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর সেতুভবনে এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলমুক্ত হয়েছে। বিএনপির কষ্ট করে নতুনভাবে গণতন্ত্র উদ্ধার করার দরকার নেই। জঙ্গিবাদ আপাত দৃষ্টিতে নিষ্ক্রীয় মনে হলেও বিএনপির আশ্রয়স্থলে সক্রিয়। তারা হামলা এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দাদের নিকট এইরকম তথ্য রয়েছে।

সাধারণ সম্পাদক বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। ইলেকশন পর্যন্ত গণসংযোগ এবং আরাম সমাবেশ করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না। আওয়ামী লীগ অঝর কর্মসূচিতে আছে। বিএনপির সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *