নিজস্ব প্রতিনিধি:
প্রবাসীদের বাস্তব জীবনের ৩টি বিশেষ মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে ‘প্রবাসী ২’। এই ছবিতে প্রবাসীদের জীবনের অব্যক্ত আনন্দ-বেদনা, কান্না-হাসি এবং বিশেষ মুহূর্তগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। যা দেশের বাইরের সকল প্রবাসীদের কাছে প্রশংসিত হচ্ছে!
শাফায়েত হোসেন শাওন পরিচালিত ‘প্রবাসী ২’-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, শরফ আহমেদ জীবনসহ অনেকে। এই শর্ট ফিল্মটি প্রযোজনা করেছে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড।
অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘আমার প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার অনুভূতি সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ভ্রমণ করায় তাদেরকে কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তাদের জীবন কতটা কষ্টে কাটে তা কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। স্টার লাইন ফুড প্রোডাক্টস দ্বারা প্রযোজিত, এটিতে কাজ করার সময় বুঝতে পারিনি যে এটি এত দর্শকদের পছন্দ হবে। ভিডিওটি অনলাইনে আপলোড হওয়ার সাথে সাথে এত দর্শক যে এটিকে ধারন করবে তা কল্পনাও করতে পারিনি। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা।’
স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাইন উদ্দিন বলেন, ‘ফেনী জেলাসহ সারাদেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে সমৃদ্ধ হয়েছে ফেনী জেলাসহ পুরো দেশ। সারা দেশের প্রিয় প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ সবসময় মানুষের শ্রমকে সম্মান করে। সেই পরিপ্রেক্ষিতে স্টারলাইন ফুড প্রোডাক্টস প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও ‘প্রবাসী-২’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হয়েছে। খুব অল্প সময়ে ছবিটি এতটা ছড়িয়ে পড়বে ভাবিনি।’