বারিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

বারিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

জেলা

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর আয়োজনে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এ কোর্সে বারি’তে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মো. আইয়ুব হোসেন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) এবং ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (গবেষণা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন); ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র); ড. সোহেলা আক্তার, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র); ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, পরিচালক (উদ্যানতত্ত্ব)। এছাড়াও অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা এবং বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *