নিজস্ব প্রতিনিধি:
অবশেষে শুক্রবার আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি থাকায় আওয়ামী লীগের এই তিনটি সহযোগী সংগঠন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু গতকাল বলেছেন, বায়তুল মোকাররম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি না পেয়ে আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরনো মাঠে সমাবেশ করবে তারা।
প্রথমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। শুরুতে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে মানা করা হয়।
ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এ নিয়ে প্রক্টরিয়াল বডি বৈঠকও করেছে। পরে শান্তি সমাবেশ আগাঁরগাওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আয়োজনের চিন্তার কথা জানা যায়। কিন্তু আগারগাঁও সমাবেশস্থল পরিবর্তন করে পুনরায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি আয়োজনের কথা জানায় দলটির নেতারা।
একই দিনে রাজধানীতে আওয়ামী লীগের এই তিন সংগঠনের শান্তি সমাবেশ ছাড়াও রয়েছে বিএনপির মহাসমাবেশ। ফলে শুক্রবার ঢাকার রাজপথে বড় দুই দলের নেতাকর্মীদের উপস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।