মীর মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড দুর্গারামপুর ইসলামিয়া সুলতানিয়া দেলোয়ার আলী ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে গতকাল সকাল ১১ ঘটিকায় ইবতেদায়ী শাখার ৮৫ জন ছাত্রের মধ্যে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়। প্রথম শ্রেণী ২৫ জন, দ্বিতীয় শ্রেণী ১৫ জন, তৃতীয় শ্রেণী ১৫ জন, চতুর্থ শ্রেণী ১৫ জন ও পঞ্চম শ্রেণী ১৫ জন সর্বমোট ৮৫ জন । দুর্গারামপুর হাফিজিয়া মাদ্রাসা’র প্রধান শিক্ষক হাফেজ মো. নবী হোসাইন এর সঞ্চালনায়, সভাপতি অত্র মাদ্রাসা ইঞ্জি. মো. মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ওয়াজেদ বেপারী, মো. মালু মিয়া বেপারি সদস্য অত্র মাদ্রাসা, জয়নাল আবেদীন সদস্য অত্র মাদ্রাসা, হাফেজ মো শহিদ উল্লাহ সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, সহকারী শিক্ষক হাফেজ মো কাউসার আহমেদ, সহকারী শিক্ষক ইমন মিয়া, সহকারী শিক্ষক হাফেজ মো মামুন মিয়া, মো. সবুজ মিয়া বিশিষ্ট সমাজ সেবক দূর্গারামপুর, কাউসার আহমেদ সহকারী শিক্ষক প্রমূখ এসময় বক্তারা বলেন নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গৈারব নিয়ে আকাশজুড়ে উঠব’ স্লোগান সামনে রেখে, জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজ আরো বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারে না, আরো বলেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি যত বেশি উন্নত। কোরআন শিক্ষার আলো ছড়িয়ে প্রতিষ্ঠানটি গৌরব ও সাফল্যের ৩০ বছর পার করে যাচ্ছে। গত ২০১০-২০২৩ ইং পর্যন্ত ১৩ বছরে অত্র মাদ্রাসা হতে পবিত্র আল কুরআন হেফজ করার মাধ্যমে পাগ্রী পেয়েছেন ৩২ জন। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সকল অভিভাবকবৃন্দ।
