মীর মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নিহত নয়ন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত নয়ন মিয়ার পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছেন ৪নং সোনারামপুর ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম। সম্প্রতি জনতা ব্যাংক, বাঞ্ছারামপুর শাখায় নিহত নয়ন মিয়ার পরিবারের কাছে নগদ অর্থ হস্তান্তর করা হয়।
৪নং সোনারামপুর ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম, জাতীয়তাবাদী বিশ্বাসী সমর্থন গোষ্ঠী’র সম্মিলিত চেষ্টায় ১৯ নভেম্বর-২০২২ইং পুলিশের গুলিতে নিহত শহীদ নয়ন মিয়ার সন্তান মো. তানভীর আহমেদ আলিফ এর জন্য জনতা ব্যাংক, বাঞ্ছারামপুর শাখায় এফডিআর করা হয় ১ লক্ষ টাকা, নয়নের বাবাকে নগদ ১৫ হাজার টাকা এবং নয়নের স্ত্রীকে নগদ ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। সোনারামপুর ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম এর পক্ষ থেকে সোনারামপুর ইউনিয়ন প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা মহসিন হোসাইন, সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সকল সহযোগী সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন শহীদ নয়ন মিয়ার পরিবারের পাশে দাড়ানোর জন্যে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মো. জয়নাল আবেদীনের মাধ্যমে নিহত নয়ন মিয়ার পরিবারের হাতে অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সোনারামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম হোসেন, সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মোল্লা, যুবদল নেতা আব্দুল জলিল সোনারামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ জামান মিয়া প্রমূখ । নিহত নয়নের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য, নয়নের ছোট ভাই শান্ত ধন্যবাদ জানান সোনারামপুর ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরামে’র অর্থ প্রদানকারী সকলকে। এবং তিনি বলেন আমি আশা করি বিএনপির সকল কর্মীগন আমাদের পরিবারের পাশে সব সময় থাকবেন।
