বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে: কৃষিমন্ত্রী

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে: কৃষিমন্ত্রী

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি:

পেঁয়াজের পাইকারি দাম কমতে থাকায় আরও দুই-তিন দিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কৃষিমন্ত্রীর আলোচনায় পেঁয়াজের বিষয়টি উঠে আসে।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ থেকে ২০ দিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা রয়েছে। হঠাৎ করে দাম বেড়ে যায়, তারপর আবার কমে যায়। কয়েকদিন ধরে বাজার ওঠানামা করে। এ প্রেক্ষাপটে গত চার-পাঁচ দিন ধরে আমরা বাজার বোঝার চেষ্টা করছি। বাজারে কি হচ্ছে; তা দেখছি। প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা মোটেও গ্রহণযোগ্য নয়। সে তুলনায় আমাদের প্রতিবেশী দেশ ভারতে দাম অনেক কম। আমি কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের দ্বারে দ্বারে গিয়েছি। বেশির ভাগ চাষি জানান, তাদের পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। দাম বাড়বে এই আশায় তারা ধরে রেখেছেন। বিষয়টি নিয়ে আমি উচ্চপর্যায়ে আলোচনা করেছি। পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে পাবেন। শনিবার পেঁয়াজের দাম মণে কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা। যেহেতু কমার লক্ষণ দেখা দিয়েছে দুয়েক দিন দেখব। জানি মানুষের কষ্ট হচ্ছে। তবে আমরা শেষ পর্যন্ত কৃষকের স্বার্থ দেখতে চাই।

সরকার পেঁয়াজ ‘সিন্ডিকেট’ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেঁয়াজের দাম কেজি প্রতি ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। কৃষিমন্ত্রী বলেন, বছরে ২৮ থেকে ৩০ লাখ টন চাহিদা রয়েছে। উৎপাদন হয়েছে ৪ লাখ টনের মতো।

উল্লেখ্য, পেঁয়াজের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আমদানি অনুমতির (আইপি) ব্যবস্থা নিতে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *