বাগেরহাট প্রতিনিধি:
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মানোন্নয়ন বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বাগেরহাট হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় রূপান্তর ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মানোন্নয়ন বিষয়ক “অধিপরামর্শ সভা” অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাড. মো: শাহ আলম টুকুর সভাপতিত্বে ও রূপান্তর এর ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার। বিশেষ অতিথি হাসপাতালের কনসাল্টান্ট ডাঃ ফারুকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক বলেন, স্বাস্থ্যখাতে সীমিত বাজেট থাকার কারণে আমরা অনেক সময় রোগীদের ভাল সেবা দিতে পারছি না। আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক বাবুল সরদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রুপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। হাসপাতালের অর্জন, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কমিটির সদস্য রিজিয়া পারভীন, মিলন কুমার ব্যানার্জী, মূখার্জী রবিন্দ্রনাথ প্রমুখ।
