বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে সন্ত্রাসী তান্ডবের প্রতিবাদে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ার কৃষক লীগের সভাপতি মো: হুমাউন মোল্লা। আজ সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠকরে মো: হুমাউন মোল্লা বলেন গত ১৭ ফেব্রুয়ারী সকালে বাগেরহাট প্রেসক্লাবে লুৎফর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে বলেছেন রেজাউলের মামলায় আসামীরা জামিন নিয়ে বাড়ি এসেছে তারা স্বাক্ষীদের ওপর হুমকি ধামকি দিতিছে এসকল বক্তব্য মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তাদের ও সঠিক নয়। মো: হুমাউন মোল্লা আরো বলেন রেজাউলের সন্ত্রাসীরা গত ১৬ জানুয়ারী আসামীদের উপর হামলার জন্য ১৫ থেকে ১৭ জন সন্ত্রাসীরা স্থানীয় আসলামের দোকানে দা ও হকিষ্টিক নিয়ে ওৎ পেতে থাকে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কচুয়া থানার এস আই পূর্ণান্দ বাবু তার সহকর্মীদের নিয়ে দোকানে লুকিয়ে রাখা দা ও হকিষ্টিক উদ্ধার করে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি আরো বলেন এ সন্ত্রাসী বাহিনী নিজেদের কর্মকান্ড ঢাকার জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। ধোপাখালী ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতির ছেলে মো: লালন শেখ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার বিদ্রোহী প্রর্থী ছিল। নির্বাচনে হেরে গিয়ে এ ধরনের সন্ত্রাসী তান্ডব করে আসছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে হুমাউন কবির পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যর হস্তক্ষেপ কামনা করেছে।।
