বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে বরিশালের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়ের চেষ্টাকালে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পার্শ্ববর্তী গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বাশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১), আকরাম শেখের ছেলে খালিদ শেখ (১৯) ও জুয়েল ফকিরের ছেলে সাজ্জাদ ফকির (১৬)।
বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকা হতে সোমবার (২৭ মার্চ) ভোররাতে মোল্লাহাট থানা পুলিশ ভিকটিম যুবক রাকিব ওরফে রাশেদকে (২৩) উদ্ধার ও মুক্তিপণ আদায়ে জড়িত ওই চারজনকে হাতে-নাতে আটক করে। ভিকটিম রাকিব ওরফে রাশেদ বরিশাল জেলা সদরের চরকানম গ্রামের আসলাম হাওলাদারের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, রাকিব ওরফে রাশেদ এবং মাকসুদা আক্তার নীলার মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে নীলার আহবানে রাশেদ গত ২৫ মার্চ ঢাকা থেকে গোপালগঞ্জ ঘোনা এলাকায় আসে। সেখান থেকে একটি ইজিবাইকযোগে নীলা ও আটক বাকী তিনজন মোল্লাহাট কামার গ্রামে আত্মীয় বাড়ির কথা বলে আসে। এখানে অবস্থান নিয়ে আসামীরা যোগসাজসে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবিতে রাশেদকে আটকে রাখে। রাশেদের পরিবারের কাছে এ টাকা দাবি করলে তার পরিবার থেকে মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতা চাইলে মোবাইল ফোনের সূত্র ধরে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক প্রেমিকাসহ চারজনকে আটক করে। মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ আজ সকালে বলেন, ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপন আদায়কারী চারজনকে হাতে-নাতে আটক করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রেকর্ডসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
