বাগেরহাট প্রতিনিধি :
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে বাগেরহাট বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। আজ বিকালে জেলা বিএনপির শহরের সদর থানার মোড়স্থ দলীয় কার্যালয় চত্বরে পদযাত্রা শুরুর আগে সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম।
আরও বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলীরেজা বাবু, বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর থানা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, শরোনখোলা উপজেলা বিএনপির আহবায়ক খান মতিয়ার রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সদর থানা ছাত্রদলের আহবায়ক রাহুল, সদর থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ আরিফুল ইসলাম, মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার, নারগীস আক্তার লুনাসহ বিএনপির অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।