বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন

জেলা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক। স্বাগত বক্তব্য দেন, দৈনিক আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান।

২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিগণ। এসব অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশারফ হোসাইন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, শওকত আলী বাবু, মাসুদুল হক, ইয়ামিন আলী, এসএম সামছুর রহমান, আরিফুল ইসলাম আকিঞ্জী, এইচ এম মইনুল ইসলাম, আমিরুল হক বাবু, আল আমিন খান সুমন, ইনজামামুল হক, আব্দুল্লাহ আল ইমরান, আহসান টিটু, সোহেল রানা বাবু, সোহাগ আহমেদ বাবু, কামরুজ্জামান শিমুল, শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, শেখ সোহেল, কামরুজ্জামান মুকুল, শামীম হাসান, মেহেদী হাসান পারভেজ, ওবায়দুল হোসেন বাবু, আবু তালেব, মেহেদী হাসান বাচ্চু, হানিফ শিকদার, তাহসিনুল বাকী ফাহিম, সাদি ওয়ামি, জয়তু বালাসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *